সুলতান মাহমুদ , জয়পুরহাট : পবিত্র মাহে রমজান উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকালে জয়পুরহাট সদর উপজেলার চকদাদড়া মদীনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে নিয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করে ইফতার করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূরএ আলম হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ রফিকুল আলম আকন্দ, জয়পুরহাট জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আকন্দ, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম সাজু ও মাদ্রাসার মুহতারিম হাফেজ মাহমুদুর রহমান ।
Facebook Comments Box