সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেষটা এলাকার এক মহিলাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ওই উপজেলার শেষটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাবেদ হোসেন(২৮) ও রফিকুল আলমের ছেলে তৌফিক হাসান(২৩)।
ঘটনার বিবরণে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০ মার্চ রবিবার সন্ধ্যার পরে একই এলাকার শেকটা ডাঙ্গার ওই মহিলা তার বাবার বাড়ি ডাঙ্গাপাড়া থেকে স্বামীর বাড়ি যেতে পথিমধ্যেই নিরব রাস্তায় আশেপাশের লোক না থাকায় জাবেদ, তৌফিকের সহযোগিতায় ওই মহিলাকে ধর্ষন করে বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, উক্ত বিষয়ে একটি মামলা হয়েছে, গতকাল রাতে এসআই নুর আলম ও এএসআই তারামিয়াসহ সঙ্গীয় অফিসার ফোর্স তাদের গ্রেফতার করেছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে হবে।
Facebook Comments Box