ফাইল ছবি
মাদারীপুরে জুয়া খেলার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৯ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের চরমুগরিয়া বন্দর এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো, রাজৈর উপজেলার বেপারি পাড়ার মৃত আবুল কাশেম মাদবরের ছেলে দিদারুল ইসলাম (৩৫), সদর উপজেলার পেয়ারপুর এলাকার
মৃত মতিয়ার বেপারির ছেলে টিটু বেপারি (৪৬), চরমুগুরিয়া এলাকার মৃত খবির উদ্দিন মোল্যার ছেলে জসীম উদ্দিন মোল্যা (৬০), রহমান জমাদ্দারের ছেলে জুয়েল জমাদ্দার (৫০), লাল মিয়ার ছেলে আতাউর রহমান (৪৮), পশ্চিম রাস্তি এলাকার মজিদ বেপারির ছেলে মনির বেপারি (৫০), ছাত্তার মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৬), কুমড়াখালী এলাকার রুস্তম আকনের ছেলে সোহরাব আকন (৭০) ও রাজ্জাক খানের ছেলে কাদের খান (৪৯)। এদের মধ্যে টিটু বেপারি সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আটককৃত সোহরাব খান পেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, চরমুগরিয়া এলাকার বিএনপি অফিসের পেছনের ক্লাব ঘরে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল জুয়া খেলা পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়। নগদ ৬ হাজার ৫৫০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিও উদ্ধার করে।