জামালপুর শহরের তেঁতুলিয়ায় এক গৃহবধূ খোরশেদা বেগমকে (৬০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে জামালপুর থানা পুলিশ নিহতের বসতঘর থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে স্বামী নাজিম উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতা মারফত থানায় ফোন করে জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তার স্ত্রীর ছোট ভাই শাহীন ও ফকির চাঁনসহ স্বজনরা গভীর রাতে তার বসতঘরে ঢুকে তার ঘুমন্ত অবস্থায় স্ত্রী খোরশেদা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ওই গ্রামে গিয়ে নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জামালপুর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, খোরশেদার বাবা ও স্বামীর বাড়ি পাশাপাশি। তিনি জানান, নিহতের গলায় জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডটি কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাজিম উদ্দিন (৭০) ও ভাই শাহীনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।