ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের গ্রুপ পর্বের ম্যাচগুলো মহারাষ্ট্রের চারটি ভেন্যুতে আয়োজিত হচ্ছে। টুর্নামেন্ট শুরুর দিকে প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এবারের আসরের প্লে অফ গুলোর ভেন্যু চূড়ান্ত করেছে। আসরের ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতীয় গণমাধ্যমের আগেই খবর ছিল প্লে অফের ম্যাচগুলো হতে পারে কলকাতা ও আহমেদাবাদে। কলকাতার ইডেন গার্ডেনে ২৪ ও ২৫ মে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে।
আহমেদাবাদে প্লে-অফের আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারটি হবে।
প্লে-অফের ম্যাচ গুলোতে গ্যালারির ধারণ ক্ষমতার পুরো অংশ জুড়েই দর্শক থাকবে। আইপিএলের এবারের আসরে নবাগত দল গুজরাট টাইটান্স পুরো আসর জুড়ে রয়েছে দুর্দান্ত ফর্মে। তাদের ঘরের মাঠে হবে আইপিএলের ফাইনাল।
এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৬টি জিতে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে হার্দিক পান্ডিয়ার দল। প্লে অফের সূচি প্রকাশ করায় নিজেদের ঘরের মাঠে প্রথমবারের মতো ফাইনাল খেলার স্বপ্ন দেখতেই পারে নবাগত এই ফ্রাঞ্চাইজিটি।