সাজিনা পারতে গিয়ে দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের হেল্পার আবদুল হামিদের (৩০) জানাজায় অংশ নিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ট্রাকমালিক মোহাম্মদ রানা (৩৮)। পরে ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে রানাকে উদ্ধার করে।
রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার ধোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় চলন্ত ট্রাক থামিয়ে একটি গাছ থেকে সাজিনা পারছিলেন হেল্পার হামিদ। এ সময় গৃহকর্তা টের পেয়ে বাড়ি থেকে বের হলে চালক ট্রাক নিয়ে পালানোর সময় হামিদ ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হামিদ মারা যান।
আবদুল হামিদ ধোড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে।
এদিকে রোববার সন্ধ্যায় মড়িয়া গ্রামে হেল্পার আবদুল হামিদের জানাজায় অংশগ্রহণ করতে যান ট্রাকমালিক মোহাম্মদ রানা (৩৬)। জানাজা শেষে নিজের পরিচয় দিলে ট্রাকমালিককে জনতা গণপিটুনি শুরু করে। এ সময় স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ রানাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জনতার গণপিটুনির শিকার ট্রাকমালিক রানাকে উদ্ধার করে চিকিৎসা শেষে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।