সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বোতলকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী হুসাইনকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। এছাড়া জবির সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। হুসাইন জবির অর্থনীতি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। স্ট্যাটাসে বলা হয়, তথ্য উপদেষ্টার উপর আক্রমনকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছ। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন।
এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্ট্যাটাসে আরও বলা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।