কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৮) নামে কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যার কিছুক্ষণ পর উপজেলার সরারচর ইউনিয়নের পুরান গাঁওয়ের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব হোসেন মধ্যপাড়া এলাকায় আবুল কাশেমের ছেলে। তিনি বাজিতপুর ডিগ্রি কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, কথাবার্তা না শোনায় রোববার সকালে রাকিব ছোট ভাই জাকির হোসেনকে শাসন (মারধর) করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছিলো ছোট ভাই জাকির হোসেন। আর এর জেরে সন্ধ্যার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা জাকির হোসেন বড়ভাই রাকিব হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে রাকিবকে মুমূর্ষু অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ছোট ভাই জাকির হোসেনকে আটকের জন্য অভিযান চলছে। এ ছাড়া নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।