ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরিফ হোসেন লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে বাসে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত দুই যুবকের পরিচয় সনাক্তে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।