কক্সবাজার শহরের বাস টার্মিলান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে এক ব্যবসায়ীর। তার নাম আবু কালাম (৪৫)।
মঙ্গলবার রাতে বাস টার্মিনাল এলাকার নারকেল বাগানে এই ঘটনা ঘটে। নিহত আবু কালাম ঝিলংজা হাজী পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন জুতা ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু কালাম রাত ৯টার দিকে টমটমযোগে বাজারঘাটায় যাচ্ছিলেন ওষুধের জন্য। তিনি বাগান এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তারা নগদ টাকা নিয়ে পালিয়ে তারা। পরে পথচারীরা আহত কালামকে পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, ছুরিকাঘাত নাকি অন্য কিছুতে তিনি নিহত হয়েছেন ময়নাতদন্তের পর তা বলা যাবে।