আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের কাছ থেকে ১৫ লাখ ভ্যাকসিন ডোজ নিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চুরির আশঙ্কায় ভ্যাকসিনগুলো গোপন স্থানে রাখবে দেশটির কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সিটি প্রেসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র পোপো মাজা রোববার সিটি প্রেসকে বলেন, চুরি হলে ভ্যাকসিনগুলো হবে অতি দামী পণ্য এবং এগুলো কালোবাজারিদের হাতে পৌঁছাবে। যদি তা-ই হয় তাহলে এসব অবৈধ ভ্যাকসিনের দাম বেড়ে যাবে অনেক বেশি।
তিনি বলেন, একটি কেন্দ্রীয় জায়গা থাকবে যেখানে ভ্যাকসিনের চালান মজুদ রাখা হবে এবং সেখান থেকে হাসপাতাল, ক্লিনিক ও ফার্মাসিতে এগুলো বিতরণ করা হবে।
পোপো বলেন, এক্ষেত্রে নিরাপত্তার একটি ব্যাপারও রয়েছে। যেসব দেশ ভ্যাকসিন প্রদান শুরু করেছে তারা আমাদের সতর্ক করে দিয়েছে যে এগুলো ব্যাপক চুরি হচ্ছে। তাই এগুলো কেন্দ্রীয়ভাবে কোথায় সংরক্ষণ করা হবে তা আমরা সম্ভবত জানাবো না।