নওগাঁর বদলগাছীতে সমাজসেবা অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সকালে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার রাতে বদলগাছী উপজেলার ভানদারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বদলগাছী থানার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার নীচা বাজার (ফকিরপাড়া) গ্রামের আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন এবং পশ্চিম আমট্ট গ্রামের মুখফুর সরদারের ছেলে সালাম সরদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল হক সমাজসেবা অফিসের পিয়ন হিসেবে অবসরে গেছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছে বিশ্বাস স্থাপন করেন। এরপর তার সহযোগী জামাল উদ্দিন ও সালাম সরদারকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন প্রতারণার মূলহোতা নাজমুল হক। চাকরি দেওয়ার নামে মিথ্যা আশ্বাসে সমাজসেবা অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। জামাল উদ্দিন ও সালাম সরদার তার সহকারী হিসেবে কাজ করেন।
২০২২ সালে চাকরি দেওয়ার জন্য নাজমুল হক এক ভুক্তভোগীর কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র নিয়ে ঐ চাকরিতে যোগ দিতে গেলে ভুক্তভোগী ভুয়া নিয়োগপত্রের বিষয়টি বুঝতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে বদলগাছী থানার ভানদারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জাল কাগজপত্র উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।