চমক দেখাতে গিয়ে বিপাকে পুনম!

গতকাল (২৬ জানুয়ারি) ছিল ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দিনটিতে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অনেকেই। এদিন অন্য সবার মতো শুভেচ্ছা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। তার এই শুভেচ্ছা জানানোর ভঙ্গিমা ছিল চমক জাগানিয়া। আর তাতেই বিপাকে পড়েন অভিনেত্রী।

খোলামেলা পোশাকেই তাকে দেখে অভ্যস্ত সকলে। প্রজাতন্ত্র দিবসে নতুন রূপে ধরা দিলেন পুনম। না, বিকিনি কিংবা অন্তর্বাসহীন রাতপোশাক নয়। বহুতলের জানালায় পর্দা সরিয়ে গায়ে রোদ মাখতে দেখা গেল পুনমকে। পরনে ঊরু ছেঁড়া জিনস সঙ্গে টি-শার্ট।

এত মামুলি পোশাকে পুনম? আসল কারণ অন্যত্র। টি-শার্টেই চমক। সেটাই যে জাতীয় পতাকা! কাঁধের কাছে গেরুয়া। বুকে সাদা অংশে অশোক চক্র। তার নিচে সবুজ। টি-শার্টের অভিনবত্ব জাহির করে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ‘নেশা’ অভিনেত্রী।

এদিকে সেই ছবি দেখেই বিতর্কের ঝড়। পোশাক হিসেবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা! সেকথা পুনমকে মনে করিয়ে দিতে চাইলেন অনেকেই। মন্তব্য ভেসে এলো, ‘প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়েছেন কেন? এটা তো অপরাধ!’

 

কেউ বললেন, ‘সংবিধানের নিয়মভঙ্গ করছেন উনি, ধিক্কার!’ আবার কেউ সতর্ক করে অনুরোধ জানালেন, ছবিটি যেন এখনই ডিলিট করে দেন পুনম, না হলে বিপদে পড়তে পারেন। যদিও তিন ঘণ্টা পার হলেও কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি তারকার।

 

উল্লেখ্য, ৩১ বছরের আবেদনময়ী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘দ্য জার্নি অব কারমা’ ছবিতে। গত বছর রিয়েলিটি শো ‘লক আপ’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

» সীমানা বিরোধ: আদালতের রায়ের পর সিদ্ধান্ত নেবে ইসি

» নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

» দুটি ব্যাংকের তিনটি কার্ড ব্যবহার করে ৬ লাখ টাকা প্রতারণার, গ্রেফতার ১

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চমক দেখাতে গিয়ে বিপাকে পুনম!

গতকাল (২৬ জানুয়ারি) ছিল ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দিনটিতে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন অনেকেই। এদিন অন্য সবার মতো শুভেচ্ছা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। তার এই শুভেচ্ছা জানানোর ভঙ্গিমা ছিল চমক জাগানিয়া। আর তাতেই বিপাকে পড়েন অভিনেত্রী।

খোলামেলা পোশাকেই তাকে দেখে অভ্যস্ত সকলে। প্রজাতন্ত্র দিবসে নতুন রূপে ধরা দিলেন পুনম। না, বিকিনি কিংবা অন্তর্বাসহীন রাতপোশাক নয়। বহুতলের জানালায় পর্দা সরিয়ে গায়ে রোদ মাখতে দেখা গেল পুনমকে। পরনে ঊরু ছেঁড়া জিনস সঙ্গে টি-শার্ট।

এত মামুলি পোশাকে পুনম? আসল কারণ অন্যত্র। টি-শার্টেই চমক। সেটাই যে জাতীয় পতাকা! কাঁধের কাছে গেরুয়া। বুকে সাদা অংশে অশোক চক্র। তার নিচে সবুজ। টি-শার্টের অভিনবত্ব জাহির করে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ‘নেশা’ অভিনেত্রী।

এদিকে সেই ছবি দেখেই বিতর্কের ঝড়। পোশাক হিসেবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা! সেকথা পুনমকে মনে করিয়ে দিতে চাইলেন অনেকেই। মন্তব্য ভেসে এলো, ‘প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়েছেন কেন? এটা তো অপরাধ!’

 

কেউ বললেন, ‘সংবিধানের নিয়মভঙ্গ করছেন উনি, ধিক্কার!’ আবার কেউ সতর্ক করে অনুরোধ জানালেন, ছবিটি যেন এখনই ডিলিট করে দেন পুনম, না হলে বিপদে পড়তে পারেন। যদিও তিন ঘণ্টা পার হলেও কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি তারকার।

 

উল্লেখ্য, ৩১ বছরের আবেদনময়ী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘দ্য জার্নি অব কারমা’ ছবিতে। গত বছর রিয়েলিটি শো ‘লক আপ’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com