চট্টগ্রামের কোতোয়ালী থানার লালখান বাজার এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রীকে চাপা দিয়ে হত্যাকারী ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির রেডিমিক্সবাহী ট্রাকের চালককে রাজবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ট্রাকচালকের নাম আলী হোসেন (৪৯)।
সোমবার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে র্যাব আয়োজিত প্রেস ব্রিফিং-এ জানানো হয়, গত ৬ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজার ফ্লাইওভারের মুখে ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির মিক্সারবাহী গাড়ি মোটরসাইকেল আরোহী প্রকৌশলী ইকবাল উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা সখিনা ফাতেমীকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
পরের দিন সকালে নিহত ইকবালের বড় ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অর্থোপেডিকস রেজিস্ট্রার ডা. তসলিম চৌধুরী অজ্ঞাত চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক আলী হোসেন নিজ জেলা মাগুরা না গিয়ে রাজবাড়ি জেলায় আত্মগোপন করেন। র্যাব তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৯ এপ্রিল রাতে রাজবাড়ি থেকে গ্রপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চালক আলী হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘ ১১ বছর ধরে ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানিতে চালক হিসেবে কর্মরত আছেন। গত এপ্রিল মাসে চট্টগ্রাম দামপাড়া ওয়াসানস্থ ম্যাক্স কনস্ট্রাকশনের প্রজেক্ট এরিয়াতে যোগদান করে ও সপরিবারে বসবাস শুরু করেন। তিনি ২০০৯ সালে বিআরটিএ থেকে ভারী যানবাহনের লাইসেন্স পান এবং গাড়ি চালনা শুরু করেন। ম্যাক্স কনস্ট্রাকশনের নম্বরবিহীন ট্রাকটি (টিএম-৮৯৬) তিনিই দুর্ঘটনার সময় চালিয়েছিলেন এবং তার সহকারী হিসেবে ছিলেন মিঠু খান। মূলত মো. আলী হোসেন ওই ট্রাকটি নিয়ে আকতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানিতে যাচ্ছিলেন। পরবর্তীতে তার নিয়ন্ত্রনহীণ ও বেপরোয়াভাবে গড়ি চালানোর জন্য রাস্তায় ট্রাফিক জ্যামে দাঁড়ানো মোটর সাইকেলসহ ইঞ্জিনিয়ার ইকবাল উদ্দিন চৌধুরী (৪৬) ও তার স্ত্রী সখিনা ফাতেমীকে (৩৫) ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে তাদের উপর দিয়ে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দেন। ফলশ্রুতিতে ঘটনাস্থলে তারা মারা যান এবং চালক ও হেলপার গাড়িটি অরক্ষিত অবস্থায় রেখে পালিয়ে যান।