গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকা থেকে সন্দেহভাজন ৪ ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো— জেলার বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠি এলাকার সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিম (৩৮), মো. রফিকুল ইসলাম রানা (৩৫), একই উপজেলার পশ্চিম চরমাদ্দি এলাকার মো. মিজান ওরফে নিজাম হাওলাদার (৪২) এবং বরগুনা জেলা সদরের বড়ইতলা এলাকার মো. বারেক সিকদার (৩৭)।
আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি, ১টি ছোরা, একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি স্ক্রু ড্রাইভার, একটি সেলাই রেঞ্জ, একটি টর্চ লাইট এবং রশি উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, রবিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ও ইল্লার মাঝামাঝি এলাকায় অপরিচিত কিছু ব্যক্তির সন্দেহজনক ঘোরাফেরার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালালে দুর্বৃত্তরা পুলিশের ওপর গুলি করে পালানের চেষ্টা করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কেউ হতাহত না হলেও আগ্নেয়াস্ত্রসহ ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত ৪ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বরিশাল, বরগুনা ও পিরোজপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সোমবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন ওসি।