দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় চার ডাকাতসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ মিডিয়া শাখার পরিচালক পুলিশ সুপার এনায়েত করিম।
তিনি জানান, গত ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি বাসায় ডাকাতের ঘটনা ঘটে। ঢাকার দলের সদস্যরা ওই বাসায় থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে ওই বাসায় ডাকাতি চালায়। পরে তারা পালিয়ে যায়।
এনায়েত করিম বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ অভিযোগ করেন। এরপর ডাকাতদের গ্রেফতারে র্যাবের সদস্যরা কাজ শুরু করেন। বুধবার রাতে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় ডাকাতের মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।