এ বছরের নভেম্বরে বন্ধ হচ্ছে গুগলের হ্যাংআউট অ্যাপ। এই অ্যাপের পরিবর্তে গুগল চ্যাট ব্যবহারের পরামর্শ সার্চ জায়ান্টের।
হ্যাংআউটের ব্যবহারকারীদের যাবতীয় তথ্য নভেম্বরের মধ্যেই ডাউনলোড করে সংরক্ষণের পরামর্শ দিয়েছে গুগল।
হ্যাংআউট বন্ধ করার বিষয়টি প্রথম ঘোষণা করা হয়েছিল ২০২০ সালে। এবার জানানো হল চলতি বছরের নভেম্বরে পুরোপুরিভাবে ওই অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। এবং সেকারণে গুগল চ্যাট অপশনে নতুন বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। ফলে ব্যবহারকারীদের ওই অ্যাপটি ব্যবহার করতে বেশ সুবিধার হবে।
গুগল বলছে, ‘যদি কোনও ব্যবহারকারী ইচ্ছুক তাকেন তাহলে তিনি নভেম্বরের আগেই সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবেন। কিন্তু তারপর যেহেতু অ্যাপটি পুরোপুরি বন্ধ করা হবে, সেকারণে কোনও ডেটা অ্যাকসেস করা সম্ভব হবে না।
একটি ব্লগপোস্টে গুগল বলেছে,‘আমরা এতদিন পর্যন্ত গুগল চ্যাটে বিনিয়োগ করেছি। যাতে ব্যবহারকারীদের খুবই সুবিধা হয়। কিন্তু এবার আমরা হ্যাংআউট ব্যবহারকারীদের গুগল চ্যাট নিয়ে আসার পরিকল্পনা করছি।
গুগলের প্রডাক্ট ম্যানেজার রবি কানেগান্তি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, যারা নিজেদের ফোনে হ্যাংআউট ব্যবহার করছেন তাদের কাছে একটি পপ-আপ স্ক্রিন শো করবে। সেখানে বলা হয়েছে, যারা হ্যাংআউট ব্যবহার করছেন তারা যেন এবার থেকে গুগল চ্যাট ব্যবহার করেন। শুধু তাই নয় যারা পিসিতে হ্যাংআউট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে গুগল চ্যাট ব্যবহার করতে হবে। এর জন্য ওয়েভ বা চ্যাট ওয়েভ অ্যাপ ডাউনলোড করতে হবে।