ফাইল ছবি
মেহেরপুরে ৩৬ কেজি গাঁজাসহ রাহিব ওরফে রাকিব (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সিপিসি-৩ র্যাব-১২ মেহেরপুর কোম্পানির সদস্যরা।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিপিসি-৩, মেহেরপুর র্যাব: ১২-এর সহকারী পুলিশ সুপার কোম্পানি কমান্ডার এনামুল হক আজ সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ বিষয়টি নিশ্চিত করেন।
মেহেরপুর র্যাব: ১২ সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর গ্রামে রাকিবের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। তখন সেখান থেকে মোট ৩৬ কেজি ওজনের গাঁজাসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। আটক মাদক কারবারির বিরুদ্ধে মেহেরপুরের গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।