বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলন নিয়ে সংলাপ শুরু করেছে গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপি লিয়াঁজো কমিটির নেতারা।
আজ (৩ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
অপরদিকে, গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়ক কমরেড হারুন চৌধুরীসহ প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত রয়েছেন।
গণতান্ত্রিক বাম ঐক্যের পার্টিগুলো হচ্ছে- সোস্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল।