নোয়াখালীর সোনাইমুড়ীতে ল্যাব-রসায়নবিদ (ক্যামিস্ট) ছাড়াই নকল ড্রিংকিং পাউডার তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ‘মিশন সফট ড্রিংক পাউডার নামের ওই কারখানাকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।
বুধবার দুপুরে উপজেলার বাংলাবাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, প্রতিষ্ঠানটিতে বৈধ কোনো ল্যাব ও রসায়নবিদ (ক্যামিস্ট) নাই। নিজেরাই বিভিন্ন উপাদান দিয়ে শরবতের পাউডার বানিয়ে বাজারজাত করছে। এ বিষয়ে সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিক মো. ফয়েজ আহমদ চৌধুরীকে নগদ একলাখ টাকা জরিমানাসহ ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ, নকল পণ্য রোধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নোয়াখালী ভোক্তা-অধিকার অধিদপ্তরের এ কর্মকর্তা। সূএ: জাগোনিউজ২৪.কম