নিজস্ব প্রতিবেদকঃ বন্যা কবলিত মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর জন্য সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জের ইটনা থানাধীন বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরন করেন ।
২৮ জুন মঙ্গলবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সফল সভাপতি সর্বজনস্বীকৃত সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নে বারবার নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম খলিল খোকন, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল হাসান কাজল, ত্রাণ কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কচি, ত্রান কমিটির সদস্য রফিকুল ইসলাম সুজন, সদস্য আমিনা ইসলাম খান, সদস্য এম শিমুল খান, সদস্য জয়নাল আবেদীন, সদস্য এনামুল হক কাজল, সদস্য এম এস ইসলাম আরজু, ডাঃ নাঈম, ফটো সাংবাদিক রুবিনা শেখসহ কিশোরগঞ্জ, তাড়াইল ও ইটনার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কিশোরগঞ্জের স্থানীয়ভাবে যারা ত্রাণ কাজে সহযোগিতা করেন মোঃ আসাদুজ্জামান মবিন সাবেক দুই বারের সফল চেয়ারম্যান ধলা ইউনিয়ন, তাড়াইল, কিশোরগঞ্জ। বিজয় রায় সাধারণ সম্পাদক ইটনা উপজেলা ছাত্রলীগ, জহির আহমেদ রাজন নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইটনা উপজেলা, হাজেরা বেগম মহিলা আওয়ামী লীগ ইটনা উপজেলা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুকুট দাস মধুসহ আরও অনেকে।
Facebook Comments Box