আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে দুই মহিষসহ মোজা মিয়া (৪৮) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। মোজা মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহপালিত মহিষ নিয়ে বাড়ির পাশে খোলা মাঠে চড়াতে যান রাখাল মোজা মিয়া। বিকেলে আকাশ কালো মেঘ দেখা দিলেও মাঠেই ছিলেন তিনি। হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনিসহ তার দুই মহিষের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Facebook Comments Box