কাতারে প্রবাসী বাংলাদেশীদের ঈদুল আজহা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাতার ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিন যাইদ ইসলামিক কালচারাল সেন্টার মিলনায়তনে অনুষ্ঠান সমন্বয়ক ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নুরের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তন্ময় ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আব্দুল হাসিব, শাহজাহান সাজু, খন্দকার আবু রাইহান, অধ্যাপক আমিনুল হক, হাজি বাশার সরকার, মাওলানা তাজউদ্দীন, তাফসিরুদ্দিন, মাওলানা তানভীর আহমদ ও মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা, ওয়াজ, ইসলামী সংগীত ও শিশুতোষ আয়োজন সমৃদ্ধ প্রাণবন্ত ঈদ উৎসব উপহার দেওয়ায় দূতাবাস প্রতিনিধি ও প্রবাসীরা কাতার ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।