কদমতলী থেকে বিপুল পরিমাণ ভয়ংকর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইডসহ (এলএসডি) এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানায়নি র্যাব।
আজ দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এলএসডিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এলএসডি কী?
এলএসডির অর্থ হলো লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড। এই অ্যাসিড একধরনের সাইকেডেলিক ওষুধ, যা মনস্তাত্ত্বিক প্রভাবের জন্য পরিচিত। এটি প্রধানত প্রমোদমূলক ওষুধ হিসেবে এবং আধ্যাত্মিক উদ্দেশ্য ব্যবহৃত হয়। এলএসডি সাধারণত জিভের নিচে রেখে ব্যবহার করা হয়। এই অ্যাসিড প্রায়ই বল্টার কাগজ, চিনির কিউব বা জিলেটিনে বিক্রি করা হয়। এটি ইনজেকশনের সাহায্যেও নেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগের মাদকবিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, ডি-লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড বা এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ। যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীরের লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়।
এলএসডি স্বচ্ছ গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়। এলএসডিকে সাইকাডেলিক মাদক হিসেবে চিহ্নিত করা হয়। এ ধরনের মাদকের প্রভাবে মানুষের মতিভ্রম ঘটে। আশপাশের পরিবেশ ও বাস্তবতাকে মুহূর্তেই ভুলে গিয়ে অলীক বস্তু প্রত্যক্ষ করতে থাকেন।