কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাাছ থেকে টিপছুরি, লোহার রড ও চাকুসহ ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে।
বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, বুধবার রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ছিনতাইকারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।