ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ চতুর্থবারের মতো বিজয় অর্জন করতে পারলে দলটি আগামী ৫০ বছর ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তব্যে তিনি এই কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। এই নির্বাচন নির্ভর করবে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার মাধ্যমে বাংলাদেশকে ২০ বছর এগিয়ে যাবেন নাকি ২০ বছর পিছিয়ে যাবে। যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে আওয়ামী লীগের আগামী ৫০ বছর ক্ষমতায় থাকতে পারবে।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে শেখ হাসিনা বাংলাদেশটাকে যে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন বাংলাদেশ পঞ্চাশ বছর পিছিয়ে যাবে।
মায়া বলেন, ‘আজকে পরিষ্কার, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রস্তুত হওয়ার সময় এসেছে। এখন বলে কী! আওয়ামী লীগের নাকি পালিয়ে যাওয়ার পথ পাবে না। তাদের একটা কথা বলি, আওয়ামী লীগের না, আপনারা যে সন্ত্রাস করেছেন, এই দুষ্কর্ম করার জন্য যখন পালাবেন আমরা কিন্তু আপনাদের পালায়ে যাইতে দিবো না। ধইরা আইনের কাছে সোপর্দ কর।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে, আমরা যেকোনো মূল্যে জান দেব কিন্তু ক্ষমতা ছাড়বো না। ভোটের মাধ্যমেই আমরা জয়লাভ করতে চাই।
বিএনপির সমালোচনা করে মায়া বলেন, ‘এই দল বিএনপি ভোট মানে না, তারা ভোটে আসতে চায় না, তারা জানে তাদের পায়ের তলায় মাটি নাই। ওই একই লোক প্রতিদিন মিছিল করে৷ আর আওয়ামী লীগের মিছিলে শত শত হাজার হাজার মানুষ সম্পৃক্ত হয়। এই নির্বাচন ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো।
নেতাকর্মীদের উদ্দেশে মায়া বলেন, ‘প্রস্তুত হয়ে যান৷ ইনশাল্লাহ চতুর্থবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশের মানুষকে শান্তিতে রাখবো।
সূএ: ঢাকা মেইল ডটকম