সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। দুই স্তরের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘সাবরিনা’।
নারীকেন্দ্রিক গল্পের এই সিরিজের টিজার আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রকাশ করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা, পরিচালক আশফাক নিপুণ এবং সংশ্লিষ্টরা।
টিজারেই শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। এটি যে প্রকৃতপক্ষে সমাজের প্রতিটি নারীর গল্প পরবর্তী সময়ে সেটিই তুলে ধরা হয়েছে পর্দায়। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।
এ প্রসঙ্গে নির্মাতা আশফাক নিপুণ জানান, ‘আমার কাছে সব সময়েই সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দর্শকদের মনে প্রভাব বিস্তার করে এমন গল্প বলা খুব গুরত্বপূর্ণ। অনেকগুলো কারণে ‘সাবরিনা’ আমার কাছে বিশেষ। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়, দ্বিতীয়ত কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া। দর্শক কীভাবে গ্রহণ করে তা দেখতে আমি মুখিয়ে আছি।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে এই সিরিজ। এটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভূতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। এখানে এমন একটি গল্প বলা হয়েছে যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’ সূএ:রাইজিংবিডি.কম