ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির নেতাদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ’দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, কাঠামোগত পরিবর্তন দরকার। মন জয় করেই নেতা হতে হবে।
আজ রবিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ বিষয়ক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন দরকার। রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে।
তিনি আরও বলেন, ‘সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে।’