কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতাক আসামি আরকান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ।
সোমবার সন্ধ্যা হোয়াইক্যং ইউপি ঐ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন, একই ক্যাম্পে ব্লক-সি/০২,ঘর-২০০,এফসিএন-২৪০১৩০বাসিন্দা আব্দুল্লাহ ছেলে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২ ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত সেই অস্ত্র আইনসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
তিনি আরো বলেন,সেই ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী,অপহরণকারী। গ্রেপ্তারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।