চিত্রনায়িকা বিপাশা কবির অভিনীত সিনেমা ‘পরানে পরান বাঁধিয়া’- মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। চলচ্চিত্রটি দেখা যাবে শুধুমাত্র সিনেবাজ অ্যাপে। সিনেমাটির পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া। শাপলা মিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়েছে। আকাশ আচার্য্যের পরিচালনায় ও পিংকি খান প্রযোজিত টপ নাইন মুভি নিবেদিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিপন গাজী, রাজন, বিপাশা কবির, মারিয়া মাইশা, রেবেকা, জয়রাজ, সোমা আকাশ, আশরাফ টুলু ও অঞ্জলি। সিনেমাটিতে নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু। আর সংগীত পরিচালনা করেন রাফাত। তৌহিদ জামানের সম্পাদনায় ও শাহীন সুমন এবং অপূর্ব রায়ের সার্বিক তত্ত্বাবধানে ছবিতে কণ্ঠ দিয়েছেন রাফাত, কাজী শুভ, কনা ও মমতাজ।
উচ্ছ্বসিত বিপাশা কবির বলেন, ছবিটির গল্প চমৎকার। কাজ করে ভালো লেগেছিল। এবার ছবিটি মুক্তি পেলো। খুব ভালো লাগছে। আশা করছি সিনেমাটি দর্শক পছন্দ করবেন। এদিকে বিপাশা কবির অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন ছবির কাজও দ্রুতই শুরু করবেন বলে জানালেন তিনি।,