ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালানোর সময় ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আজ বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে পালানোর সময় রোহিঙ্গাদের আটক করা হয়েছে। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়েছে। পরে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।