আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। একই সঙ্গে সকলের জীবনে আনন্দ কামনা করেন তিনি।
শনিবার (৯ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, পবিত্র ঈদুল আযহার আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সব ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সবাই সামিল হোক। সুখী-সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ-সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠুক এই শুভ কামনায় কালীগঞ্জবাসীসহ দেশের সব ধর্মপ্রাণ মানুষের প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি’র ঈদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
তিনি আরো বলেন, ‘করোনা মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
মিজানুর রহমান মিজু বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।
তিনি বলেন, ‘ঈদুল আযহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা জানাই’।