দূর থেকে দেখে মনে হতে পারে মহাসড়কে দীর্ঘ যানজট। কিন্তু কাছে যাওয়ার পর দেখা যায় হালকা যানবাহনের জন্য নির্মিত সার্ভিস লেনটি ট্রাক আর বাস দখল করে রেখেছে। সূএ: চ্যানেল 24
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটারজুড়ে এমন অবস্থা। ভারী বাহনগুলো সার্ভিস লেন দখল করে রাখায় সিএনজি অটোরিকশা ও ই্জি বাইক মহাসড়কে উঠে যাচ্ছে। ফলে এই পথে চলাচলকারীরা ভোগান্তি পোহাচ্ছেন, এমনকি দুর্ঘটনাও ঘটছে।
এক সিএনজি অটোরিকশা চালক বলেন, ভারী যানবাহনগুলো সড়ক ব্লক করে আসে। এ কারণে বাধ্য হয়ে বাম দিক দিয়ে যেতে হয় আমাদের।
এদিকে এক পথচারী বলেন, আমরা হেঁটে যাই কিন্তু আরেক দিক দিয়ে সিএনজি অটোরিকশা বা গাড়ি আসে। এসবের চাপায় পড়ে আমরাও মারা যেতে পারি।
এ বিষয়ে বাস-ট্রাক চালকরা নানা অজুহাত দিচ্ছেন। তাদের দাবি টার্মিনালের প্রয়োজন। এক ট্রাকচালক বলেন, সড়কে ভোগান্তি, যানজট। আমরা যে একটু বিশ্রাম নেব সেই সুযোগ নেই। এছাড়াও এক চালকের দাবি, ট্রাক রাখার আলাদা একটি জায়গা থাকলে সুবিধা হতো। রাস্তায় গাড়ি রাখলে তো আমাদের ও জনগণেরও অসুবিধা হয়।
এদিকে অবৈধ পার্কিংয়ের জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, একটু বিশ্রাম নেয়ার জন্য মাঝে মাঝে সার্ভিস লাইনে গাড়ি থামিয়ে ১০-১৫ মিনিট একটু ঘুমিয়ে নেন চালকরা।
টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ একসঙ্গে এলাকা ভাগ করে একটা পরিকল্পনা করব। তারা কতটুকু কাজ করতে পারবে, আর আমরা কতটুকু কাজ করতে পারব। আমরা সমন্বয় সভা করে এটা সিদ্ধান্ত নেব।
মহাসড়কের সার্ভিস লেন দখল মুক্ত করা না গেলে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়বে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।