ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা এবং দু’জন বেসামরিক নাগরিক।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদের আই-১০/৪ সেক্টরে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এদিকে হামলার পর টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ একটি গাড়িতে আগুনের ধ্বংসাবশেষ দেখা গেছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক সোহেল জাফর চট্টা জানিয়েছেন, পুলিশ ইসলামাবাদের ওই এলাকায় সকাল ১০টা ১৫ মিনিটে একজন পুরুষ ও একজন নারীসহ একটি ‘সন্দেহজনক গাড়ি’ দেখতে পায়।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমনের সঙ্গে ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পরে পুলিশ গাড়ি থামালে ওই দু’জন গাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশি তল্লাশির সময় অজুহাত দেখিয়ে ওই দু’জনের একজন গাড়ির ভেতরে যায় এবং এরপর বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।

 

চাট্টা বলেন, বিস্ফোরণে ঈগল স্কোয়াডের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং অপর চার কর্মকর্তা আহত হয়েছেন। তিনি ‘ইসলামাবাদকে হামলার শিকার হওয়া থেকে বাঁচানোর’ জন্য পুলিশের প্রশংসা করেন।

এদিকে পৃথকভাবে, জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ নিশ্চিত করেছেন, বিস্ফোরণে ‘দুই সন্ত্রাসী’ নিহত হয়েছে।

 

পুলিশ আজ একটি বিশাল ট্র্যাজেডি থেকে রাজধানীকে রক্ষা করেছে জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি চাকওয়ালে নিবন্ধিত ছিল। এটি রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে প্রবেশ করে।’

এদিকে, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) এর যুগ্ম-নির্বাহী পরিচালক ড. ইকবাল দুররানি সংবাদমাধ্যম ডন ডটকমকে বলেছেন, দু’টি মৃতদেহ এবং পাঁচজন আহত পুলিশকে হাসপাতালে আনা হয়েছে।

 

এর আগে টুইটারে দেওয়া এক বার্তায় ইসলামাবাদ পুলিশ নিহত কর্মকর্তাকে হেড কনস্টেবল আদিল হুসেন হিসেবে উল্লেখ করেছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাশ করতে সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে পুলিশকে টার্গেট করে আসছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্যার আঙ্গরে স্কুল ফিরিয়ে দিন আমরা পড়বের চাই

» ইসলামপুর দুস্থ্য ও অতিদরিদ্রদের মাঝে নলকুপ বিতরন

» বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দেবে প্রাইম ব্যাংক

» বাংলাদেশি টাকায় ঝামেলামুক্ত হজ রোমিং প্যাক নিয়ে এলো বাংলালিংক

» লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

» ৫ম বারের মতো ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে

» অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : রাজউক চেয়ারম্যান

» লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

» জুলাই আন্দোলনে শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম, ৩ কিশোর গ্রেপ্তার

» বিএনপি নেতাদের টাকা দিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে আওয়ামী লীগ নেতারা: খালেদ মুহিউদ্দীন

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা এবং দু’জন বেসামরিক নাগরিক।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদের আই-১০/৪ সেক্টরে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এদিকে হামলার পর টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ একটি গাড়িতে আগুনের ধ্বংসাবশেষ দেখা গেছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক সোহেল জাফর চট্টা জানিয়েছেন, পুলিশ ইসলামাবাদের ওই এলাকায় সকাল ১০টা ১৫ মিনিটে একজন পুরুষ ও একজন নারীসহ একটি ‘সন্দেহজনক গাড়ি’ দেখতে পায়।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমনের সঙ্গে ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পরে পুলিশ গাড়ি থামালে ওই দু’জন গাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশি তল্লাশির সময় অজুহাত দেখিয়ে ওই দু’জনের একজন গাড়ির ভেতরে যায় এবং এরপর বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।

 

চাট্টা বলেন, বিস্ফোরণে ঈগল স্কোয়াডের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং অপর চার কর্মকর্তা আহত হয়েছেন। তিনি ‘ইসলামাবাদকে হামলার শিকার হওয়া থেকে বাঁচানোর’ জন্য পুলিশের প্রশংসা করেন।

এদিকে পৃথকভাবে, জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ নিশ্চিত করেছেন, বিস্ফোরণে ‘দুই সন্ত্রাসী’ নিহত হয়েছে।

 

পুলিশ আজ একটি বিশাল ট্র্যাজেডি থেকে রাজধানীকে রক্ষা করেছে জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি চাকওয়ালে নিবন্ধিত ছিল। এটি রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে প্রবেশ করে।’

এদিকে, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) এর যুগ্ম-নির্বাহী পরিচালক ড. ইকবাল দুররানি সংবাদমাধ্যম ডন ডটকমকে বলেছেন, দু’টি মৃতদেহ এবং পাঁচজন আহত পুলিশকে হাসপাতালে আনা হয়েছে।

 

এর আগে টুইটারে দেওয়া এক বার্তায় ইসলামাবাদ পুলিশ নিহত কর্মকর্তাকে হেড কনস্টেবল আদিল হুসেন হিসেবে উল্লেখ করেছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাশ করতে সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে পুলিশকে টার্গেট করে আসছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com