ছবি: সংগৃহীত
ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৫০ জনের বেশি। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বর ও কনে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল তারাও মারা গেছেন।
বর ও কনের আত্বীয়রা ইরাকের একটি চ্যানেলকে জানিয়েছেন, এই দম্পতি বেঁচে আছেন ও ভালো আছেন। কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত।
এক আত্বীয় জানান, আমরা অলৌকিকভবে জায়গাটি থেকে বের হতে পেরেছিলাম। দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে অন্যতম। আমি তাদের সঙ্গে ছিলাম। তাদের মানসিক অবস্থা বেশ কঠিন। তাছাড়া আমি বেশ কিছু আহত মানুষকে হাসপাতালে নিয়েছি। হাসপাতালের পরিস্থিতি যা দেখেছি তা বর্ণনা করাও কঠিন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর মুহূর্তের মধ্যেই সেখানকার আনন্দ বিষাদে রূপ নেয়। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়।
হাসপাতালে এক আহত নারী জানান, নতুন দম্পতি যখন নৃত্য শুরু করেন তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইরাকের বার্তা সংস্থা নিনা একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন সেখানে পুড়ে যাওয়া ইভেন্ট হলের ধ্বংসাবশেষ এবং সেখানকার পরিস্থিতি দেখা যাচ্ছে।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল একটি বদ্ধ হলরুমে। অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক আগ মূহুর্তে ‘স্লো ডান্স’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বর-কনে। সেই স্লো ডান্সের আগে কেউ একজন আগুন দিয়ে কিছু একটি জ্বালান। এর পরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এক নারী। আগুনে দ্বগ্ধ হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সূএ:ডেইলি-বাংলাদেশ