ফাইল ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে সজীব শেখ (১৯) নামে এক যুবককে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে হোগলাবুনিয়া গ্রামের নাগেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মিজান শেখের ছেলে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সজীব ও তার সহযোগীরা খুলনা থেকে ইয়াবার একটি চালান নিয়ে নাগেরহাট বাজারে এসেছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় সজীবকে হাতেনাতে আটক করতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।