একাধিক নতুন ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুবিধা দিতে চায় মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকেই নির্মাতাদের নন-ফানজিবল টোকেন (এনএফটি) কিনতে পারবে।
মেটা জানায়, যুক্তরাষ্ট্রে কনটেন্ট নির্মাতাদের একটি ছোট গ্রুপ নিয়ে ফিচারটির পরীক্ষা চালানো হবে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশে ফিচার ও টুল চালু করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলো থেকে কনটেন্ট নির্মাতারা ডেন আরো আয় করতে পারে সেজন্য মেটা বিভিন্ন ফিচার চালু করে আসছে।
মূলত টিকটকসহ অন্যান্য প্লাটফর্ম থেকে মেধাবীদের আকর্ষণের জন্যই এ উদ্যোগ। কেননা বর্তমানে প্রভাবশালীরা এসব প্লাটফর্মে ডলার বিনিয়োগে সবার মাঝে আগ্রহ তৈরি করতে পারছে।
ফিচার ও টুল চালুর পাশাপাশি মেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত ইনস্টাগ্রামের সব এলিজিবল কনটেন্ট নির্মাতার জন্য সাবস্ক্রিপশনের পরিধি বাড়ানোর কথা জানিয়েছে। নির্মাতারা যেন ছবি শেয়ারিংয়ের এ অ্যাপের মাধ্যমে আরো আয় করতে পারে সেজন্যই এ উদ্যোগ।
ফিচার, টুল ও সাবস্ক্রিপশন পরিধির পাশাপাশি মেটা মালিকানাধীন ইনস্টাগ্রামে গিফটের সুবিধাও চালু করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে রিলসকে এর আওতায় আনা হবে। ফলে কনটেন্ট নির্মাতারা তাদের অনুসরণকারীদের কাছ থেকে অর্থ আয় করতে পারবে।