ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনার জন্য একটি ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ সরকার। মস্কোর সঙ্গে বেলারুশ সীমান্তে কিয়েভ আলোচনায় বসতে রাজি হওয়ার পর সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘোষণা আসলো।
এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ।
বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠক স্থলের একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায় লম্বা একটি টেবিলের শেষ প্রান্তে রাশিয়া ও ইউক্রেনে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদের মধ্যে বৈঠকের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন আমরা প্রতিনিধিদের আসার অপেক্ষায় রয়েছি। তারা যতো দ্রুত এসে পৌঁছাবেন তত তাড়াতাড়ি দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে।
বৈঠকে ইউক্রেন রাশিয়াকে কোনো ছাড় দেওয়ার পক্ষে নয়। এমনকি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমিন জেলেনস্কি বৈঠক থেকে কোনো সুরাহা হবে কিনা সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
জেলেনস্কি বলেন, ‘এই বৈঠক থেকে কোনো ভালো কিছু আসবে বলে আমি মনে করিনা। তারপরও একবার চেষ্ট করে দেখা যেতেই পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রাশিয়া। তাদের হামলায় এখন পর্যন্ত দেশটি থেকে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পাশ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। সূত্র: বিবিসি