জার্মানির তৈরি মারণাস্ত্র তৃতীয় কোনো দেশ হয়ে ইউক্রেনে সরবরাহের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, জার্মানি তা তুলে নিয়েছে।
ফলে এখন থেকে নেদারল্যান্ডস জার্মানির তৈরি ৪০০ রকেট-প্রপেলড গ্রেনেড লাঞ্চার ইউক্রেনে পাঠাতে পারবে।
নিষেধাজ্ঞা তুলে জার্মানি তাদের অস্ত্র নীতিতে বড় কোনো পরিবর্তন আনল। এর মধ্য দিয়ে ইউক্রেনে ইউরোপের দেশগুলোর সামরিক সহযোগিতা বাড়বে।
ইউরোপের বিভিন্ন দেশে যেসব অস্ত্র রয়েছে, সেগুলোর বেশিরভাগই জার্মানির তৈরি। এসব অস্ত্র কোথায় কীভাবে ব্যবহার ও রপ্তানি হবে সে বিষয়ে এখন থেকে বার্লিন নিজেদের মত জানাতে পারবে।
গত কয়েক সপ্তাহ ধরে জার্মানির ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়া প্রত্যাখ্যান করার পেছনে এ নীতির কথাই বারবার বলছিলেন জার্মান চ্যান্সেলর ওলফ শোলৎজ।
গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপের দেশগুলোর কাছে আরও বেশি করে সহযোগিতা কামনা করতে থাকে।