আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যেসব উন্নয়ন হয়েছে, দেশের মানুষ তার সুফল পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ওই অধিবেশন অনুষ্ঠিত হয়।
’৭৫ সালে মার্শাল ল’ জারি করে জিয়াউর রহমান বললেন, আমিই রাষ্ট্রপতি। এরপর কত মানুষকে গুম-খুন করা হয়েছে। প্রথমে জিয়াউর রহমান এবং পরে জেনারেল এরশাদের সরকার ছিল অনির্বাচিত সরকার। সবাই জানে সে সময় কি হয়েছিল।
১৯৭৫-১৯৯৬ ও ২০০১-২০০৮ পর্যন্ত সময়ে দেশের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন দিয়ে খালেদা জিয়া অনির্বাচিতভাবে সরকার গঠন করেন। দেশের মানুষ এই নির্বাচন মেনে নেয়নি। তাই মাত্র দেড় মাসের ব্যবধানে পদত্যাগে বাধ্য হয়েছিল।
বিএনপির ছেড়ে দেওয়া আসনে নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ৬ উপনির্বাচনে প্রমাণ হয়- ইসি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছে। এ নিয়ে কেউ কথা বলতে পারেনি।
শেখ হাসিনা বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক পরিকল্পনার কারণেই দেশের উন্নয়ন হয়েছে। ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।
সরকারপ্রধান বলেন, যারা অনির্বাচিত সরকার আনতে চায়, তারা কি দেশের সংবিধানে বিশ্বাস করে? গণতন্ত্রে বিশ্বাস করে? স্বাধীনতায় বিশ্বাস করে? গরিবদের দুরবস্থা দেখিয়ে ভিক্ষা করতে পারছে না বলেই আক্ষেপ তাদের।
আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অবদান রেখেছে উল্লেখ করে তিনি বলেন, চাকরি না করেও এখন বাংলাদেশের তরুণরা আয়-রোজগার করতে পারে। অথচ ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অপপ্রচার চলছে।
আসন্ন রমজানের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, সামনে রমজান। অনেক পত্রিকায় অনেক কিছু লেখা হচ্ছে। রমজানের কোনো পণ্যের ঘাটতি নেই। সংকট হবে না। এলসি নিয়ে যারা কারসাজি করতে চায়, সমস্যাটা হচ্ছে তাদের।