আশুরাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আজ বিকেলে পুরান ঢাকার হোসেনি দালালের ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২০১৫ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় একটি মামলা হয়। উপপরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
ওই হামলার পর থেকে প্রতিবছর আশুরার সময় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবার আইনশৃঙ্খলা বাহিনীর আশুরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নেবে বলে জানান ডিএমপি কমিশনার।