ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৭৫টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মাহবুব মিয়া ও আসকর আলীর ছেলে মো. মামুন মিয়া।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়।