আরেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বিএনপি গোটা দেশ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (২৪ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এমন মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী কাদের বলেন, ‘তারা (বিএনপি) ক্ষমতায় থাকতে সব গিলে ফেলছে। ক্ষমতায় যখন ছিল তখন বিদ্যুৎ গিলে ফেলেছে, গণতন্ত্র গিলেছে। ভোট চুরি করেছে। ক্ষমতা যখন ছিল তখন বিএনপি আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধুলায় লুণ্ঠিত করেছে। স্বাধীনতার আদর্শকে ধুলায় পদদলিত করেছে। তারা যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ গোটা দেশ গিলে ফেলবে।
বিএনপিকে বিশ্বাসঘাতদের দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বিশ্বাসঘাতক, বেঈমানের দল। এরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। এরা খুনি, ঘাতক। একুশে আগস্ট আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা চালিয়েছিল। এরা কারা?
বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি। পলাশীর মীরজাফর এখানে খন্দকার মোশতাক। সে পলাশী সেনাপতির ইয়ার লতিফ। বাংলাদেশের সেনাপতি জিয়া বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকের অপর নাম জিয়াউর রহমান।
ওবায়দুল কাদের বলেন, ‘বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দল, ঘাতকের দল। ঢাকা শহরে বড় বড় লোকেরা বাড়ির সামনে লিখে রাখে-কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। বিএনপি থেকে সাবধান।
যশোরের সমাবেশে আবারও খেলা হবে শব্দদ্বয় উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, ‘হায়রে বিএনপি! খেলা হবে, হবে খেলা, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। হবে খেলা।
ওবায়দুল কাদের বলেন, ‘ডিসেম্বর মাস সামনে। প্রস্তুত হয়ে যান। যশোরের মানুষ, খুলনার মানুষ প্রস্তুত হয়ে যান।
বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল এখন বড় বড় কথা বলছে। গণতন্ত্র হত্যাকারী যারা তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে। বিএনপি আইনের শাসনের কথা বলে। বিএনপির কোন মুখে নির্যাতনের কথা বলে?
২০০১ সালে বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীর মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির বুকে বড় জ্বালা। জ্বালায় জ্বালা! অন্তর জ্বালা। বাইরে জ্বালা। শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেলল। পদ্মা সেতু করেই ফেলল। আড়াই ঘণ্টা লাগে এখন যশোর থেকে ঢাকা। আগে লাগতো ৮ থেকে ১০ ঘণ্টা।