ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনার কারণে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি শুরু করতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা। সেই সাথে অনুশীলন পর্ব উপভোগও করছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। করোনার প্রার্দুভাব বেড়ে যাবার আগে গত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তাই দীর্ঘ বিরতির পর এই সিরিজ হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
রবিবার দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা উচ্ছ্বসিত। দীর্ঘ বিরতির পর আমরা জাতীয় দল একত্রে ক্যাম্প করছি। এখানে আজ (রবিবার) দারুণ অনুশীলন সেশন হলো। আমরা অনেক উপভোগ করেছি। যদিও আমরা সম্প্রতি টুর্নামেন্টে একত্রে ছিলাম। কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুমে একত্রে থাকার অনুভূতিটাই আলাদা।’
আসন্ন সিরিজের দুটি টেস্ট আইসিসি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ। তাই প্রথমবারের মত পয়েন্ট সংগ্রহ করার ভালো সুযোগ থাকছে টাইগারদের। কারণ, ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই সিরিজে আসেননি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। সিরিজটির গুরুত্ব অনেক বেশি। কারণ ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ঝুলিতে পয়েন্ট সংগ্রহ করতে হবে। র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকলেই পরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। নয়তো বাছাই পর্ব খেলতে হবে তাদের। তাই কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজ দল খর্বশক্তির দল হলেও সিরিজের গুরুত্ব অনেক বেশি।
সিরিজে সুযোগ সর্ম্পকে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশের খেলোয়াড়রা। তারা জানে সিরিজটি কীভাবে তাদের উপকার করতে পারে।
শান্ত বলেন, ‘আমি মনে করি, আমাদের প্রস্তুতি ভালো। যদিও আমরা এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছি। ইতোমধ্যে আমরা বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলেছি। তাই আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং আমরা এটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা করেছি।’
তিনি আরো বলেন, ‘আমরা নিজেদের মধ্যেই দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলব। যদি আমরা ওই দুটি ম্যাচে ভালো খেলতে পারি তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের কোনো সমস্যা হবে না বলে মনে করি।’