ভৌতিক-কমেডি ঘরাণার ছবি ‘স্ত্রী’তে অভিনয় করে নজর কেড়েছিলেন শ্রদ্ধা কাপুর। ছবিটি ব্যবসাসফলও হয়েছিল। ছবির প্রিক্যুয়েল নির্মাণ করা হচ্ছে। এতে স্ত্রীর ভূমিকাতেই থাকবেন শ্রদ্ধা। আগামী আগস্টে ছবির শুটিং শুরু হতে পারে।
বর্তমানে স্পেনে রণবীর কাপুরের সঙ্গে নির্মাতা লাভ রঞ্জনের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত শ্রদ্ধা। সেখান থেকে ফিরেই শ্রদ্ধা স্ত্রীর প্রিক্যুয়েল ‘ভেড়িয়া’র কাজ শুরু করবেন বলে জানা গেছে।
২০১৮ সালে মুক্তি পাওয়ার পর সাড়া ফেলেছিল ‘স্ত্রী’। নিরিবিলি চান্দেরিতে বছরের পর বছর ধরে ভূতের উপদ্রব। প্রতি বছর এক ধর্মীয় উৎসবের চার দিনে একাকী পুরুষদের দেখা দিত এক রহস্যময়ী নারী। তার ডাকে সাড়া দিলেই উধাও হতো সেই পুরুষ। পড়ে থাকত শুধু তার পোশাক-আশাক। কীভাবে নায়ক ভিকি পড়ল ‘স্ত্রী’র খপ্পরে, কীভাবেই বা উদ্ধার পেল, তাই নিয়েই এগোয় গল্প।
নতুন ছবি ‘ভেড়িয়া’ বলবে তারই আগের কাহিনি। কী করে চান্দেরিতে পৌঁছাল ‘স্ত্রী’, কেনই বা পুরুষদের ওপর তার এত রাগ, সম্ভবত তারই উত্তর মিলবে এই প্রিক্যুয়েলে। নির্দেশনায় আছেন মারাঠি পরিচালক আদিত্য সরপোতদার।,