মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস বানাচ্ছেন আটার রুটি, খাচ্ছেন ঘি মাখিয়ে! এমনটা ভাবতে গেলেও অন্তত দু’বার হোঁচট খেতে হয়। কিন্তু বাস্তবে তাকে দিয়ে হাতে ধরিয়ে রুটি বানালেন মার্কিন শেফ এইটান বার্নাথ। সেই ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল।
সম্প্রতি মার্কিন শেফ এইটান এসেছিলেন ভারত সফরে। দেশটির বিহার রাজ্যে গিয়েই তিনি রুটি বানানো শিখেছেন। সেই শিক্ষায় বিল গেটসকে করেছেন শিক্ষিত।
শেফ নিজেই টুইটারে ভিডিও পোস্ট করেছেন। লিখেছেন, ‘বিল গেটস এবং আমি একসঙ্গে ভারতীয় রুটি তৈরি করেছি। আমি সদ্যই ভারতের বিহার থেকে ফিরেছি। ওখানে আমি গম চাষীদের সঙ্গে দেখা করেছি। তাড়াতাড়ি বপনের জন্য তারা নতুন প্রযুক্তির ব্যবহার করেছেন। এতে ফলন বৃদ্ধি পেয়েছে।
এইটান আরও লিখেছেন, ‘ধন্যবাদ জানাই ভারতের নারীদের। অবশ্যই বলব দিদি কি রসোই ক্যান্টিনের নারীদের কথা, যারা রুটি তৈরির দক্ষতা আমার সঙ্গে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, বিল গেটস গোল রুটি বানানোর আপ্রাণ চেষ্টা করেছেন। প্রথম প্রয়াসে বেশ ভালোই করেছেন তিনি। রুটি বানানোর পর এইটান এবং বিল গেটস একসঙ্গে রুটিতে ঘি মাখিয়ে মজা করে খেয়েছেন।
বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী বিল গেটস। তিনি সমাজসেবীও। দীর্ঘদিন ধরে জলবায়ুর পরিবর্তন নিয়ে কথা বলে আসছেন তিনি। তার মতে, এটা নিয়ে কাজ করতে ইতোমধ্যে অনেকটা দেরি করে ফেলেছি আমরা। দ্রুত এই ব্যাপারে উদ্যোগী হতে বলেছেন তিনি।