রাজধানীর ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হবে। চলমান ডায়রিয়া প্রকোপ মোকাবিলায় ১ বছর বয়স থেকে সব বয়সের মানুষকে এ টিকা দেওয়া হবে। তবে গর্ভবতী নারীদের এ টিকা দেওয়া হবে না।
বুধবার বেলা সাড়ে ১১টায় দেশের ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ঢাকা মহানগরীর যে সব এলাকায় ডায়রিয়া-কলেরার প্রকোপ বেশি সেসব এলাকায় আগামী মাস থেকে ডায়রিয়ার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে । আর জুনে দেওয়া হবে ২য় ডোজ। সবমিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে।
ডা. নাজমুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমাদের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। প্রথম ধাপে রাজধানীর সবুজবাগ, মিরপুর, দক্ষিণখান, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরে এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, ডায়রিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধের স্বাস্থ্য অধিদপ্তরের সব প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটি হাসপাতালে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। এ বছর আমরা ডায়রিয়ায় চারজনের মৃত্যুর রিপোর্ট করেছি।
অধিদপ্তরের মুখপাত্র বলেন, পানি বিশুদ্ধকরণের জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে।জনপ্রতিনিধিদের কাছে আমরা এ বিষয়ে সহযোগিতা চেয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আহমেদুল কবীর।