ক্রিকেট বিশ্বে ভারত ও পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য দ্বিপাক্ষিক সিরিজের দেখা পেলে না প্রায় এক দশক হয়ে গিয়েছে। আইসিসির আয়োজিত কোন টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের লড়াই খুব কম দেখা যায়। তবে সমর্থকদের জন্য এই বছরের আগস্টে আসছে সুসংবাদ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে মুখোমুখি হতে যাচ্ছে বিরাট কোহলি ও বাবর আজমরা।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সম্প্রচারকারী সংস্থা থেকে শুরু করে বিজ্ঞাপনদাতাদের ব্যস্ততা বেড়ে যায়। এশিয়া কাপের এবারের আসরটি শুর হতে যাচ্ছে ২৭ আগস্ট।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি ২৮ আগস্ট রবিবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান এর বহুল প্রতীক্ষিত লড়াই। ম্যাচটি রবিবার আয়োজিত হবে কেননা তখন সকলের সাপ্তাহিক ছুটি থাকবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল সহ সম্প্রচারকারী এবং স্ট্রিমাররা সর্বাধিক টিআরপি পেতে চায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি চাইবে এই ম্যাচের জন্য স্টেডিয়ামটি পরিপূর্ণ থাকুক। এরফলে এই ম্যাচ থেকে সর্বোচ্চ আয় হবে বলে আশা করা হচ্ছে।