ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ ১০ মামলার আসামি ইব্রাহীম খলিল উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ইব্রাহীম উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে বড় কুড়িপাইকা গ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে তার বসতঘর থেকে ২০ পিস স্কাফ সিরাপসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে ২০ পিস স্কাফ সিরাপসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ৮টি মাদক ও ২টি অন্যান্য ধারাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সূএ: ডেইলি-বাংলাদেশ