আইপিএলের ১৫তম আসরের নিলামে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। এ সময় বেশ খোশ আমেদে নিজের দায়িত্ব পরিচালনা করছিলেন নিলাম অনুষ্ঠানের সঞ্চালক হিউজ এডমিডাস। কিন্তু হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি।
আশে-পাশের সবাই এসে হিউজকে তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হাসারাঙ্গার নিলাম সেখানেই স্থগিত হয়ে যায়। সেটা বন্ধ রাখা হয়েছে বিকেল ৪টা পর্যন্ত।
তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে, হিউজ এডমিডাসের ইতিমধ্যেই জ্ঞান ফিরেছে এবং সুস্থ রয়েছেন বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। ফলে বিকেল ৪টায় আবারও নিজের দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিনি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী নিলাম পরিচালনার জন্য বিশেষ খ্যাতি রয়েছে এডমিডাসের। দীর্ঘ ৩৬ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি নিলাম পরিচালনা করেছেন তিনি। আইপিএলে এডমিডাসের আগমন ২০১৮ সালে। তখন থেকেই এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। আর এটিই ছিল তার প্রথম মেগা নিলাম। কিন্তু শারীরিক অসুস্থতায় প্রথম দিনের অভিজ্ঞতাটা খুব একটা ভালো গেলো না।,